Site icon অবিশ্বাস

চট্টগ্রামে ডাক্তার সেজে বাসায় ঢুকে নারী নিপীড়ন, গ্রেফতার ১

ডাক্তার পরিচয় দিয়ে এক বাসায় ঢুকে নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তাকে ধরিয়ে দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে নগরীর কোতোয়ালি থানার কাজীর দেউড়ি দুই নম্বর গলির প্রফেসর মান্নান কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রাশেদ (৩৪) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা ধনুমিয়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় রেলওয়ে কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন  বলেন, ‘রাশেদ নিজেকে কখনও স্বাস্থ্যকেন্দ্রের গাইনি চিকিৎসক, কখনও এনজিওতে কর্মরত টিকাদান কর্মী হিসেবে পরিচয় দেন। আজ (বৃহস্পতিবার) তিনি কাজীর দেউড়িতে ডাক্তার পরিচয় দিয়ে এক বাড়িতে যান। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষার কথা বলে ওই বাসার এক নারীর শরীরে হাত দেন। বারবার নিষেধ করার পরও রাশেদ জোরপূর্বক তার শরীরে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। ওই নারীর স্বামী বাসায় ঢুকে বিষয়টি জানতে পেরে ৯৯৯ নম্বরে ফোন করেন। তখন পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।’

রাশেদ এর আগেও কাজীর দেউড়ি এলাকায় বেশ কয়েকজন নারীকে একইভাবে উত্যক্ত করেন বলে জানান ওসি মহসীন।

সারা বাংলা

Exit mobile version