Site icon অবিশ্বাস

চট্টগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে কর্ণফুলী কলেজ বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আমির হোসেন (৩০) পটিয়ার জিয়াবুল হোসেনের পুত্র। ৩১ মার্চ রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে কলেজ বাজার এলাকায় দুর্ঘটনায় পতিত হন আমির হোসেন। যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত এই মোটরবাইক আরোহীকে বিকেল ৩টার দিকে নেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

জনকণ্ঠ

Exit mobile version