Site icon অবিশ্বাস

চট্টগ্রামে সড়কে ঝরল দুই প্রাণ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিশু হিরা মনি (৩) বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার মেজ মিয়া কলোনির মো. ইউসুফের মেয়ে। অপরজনের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে জানান, নগরের বহদ্দারহাট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শিশু হিরা মনি গুরুতর আহত হয়। রাস্তার পাশে খেলার সময় কারটি তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে বিকেল তিনটার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে বাসের ধাক্কায় আহত রিকশাচালককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার আনুমানিক বয়স ৪০ বছর।
জাগো নিউজ

Exit mobile version