Site icon অবিশ্বাস

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তরুণীসহ নিহত দুই

১৩ বছরের শিশু সাকিব। কয়েক মাস আগে বাসের হেলপার হিসেবে কাজ শুরু করে। আর ২৫ মার্চ সোমবার সকালে পা পিছলে সেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পেপসি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত সাকিব নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. বেলালের ছেলে বলে জানান চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার। অন্যদিকে নগরীর পতেঙ্গা থানার বোট ক্লাব এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত হন মেরিন জাহান নামে এক তরুণী (২০)। সোমবার রাত ১২টায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি দুর্ঘটনায় পড়ে। নিহত মেরিন চান্দগাঁও আবাসিক এলাকার আবুল কালামের মেয়ে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভুঁইয়া।

তিনি জানান, মেরিন জাহান রোববার হবু বর ইফতেখারের সঙ্গে প্রাইভেটকারে করে পতেঙ্গা সৈকত এলাকায় ঘুরতে যান। সেখান থেকে রাত ১২টার দিকে ফেরার পথে পতেঙ্গা বোট ক্লাব এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কারটি সড়কের আইল্যান্ডে উঠে যায়। এতে ইফতেখার ও মেরিন জাহান দুজনেই আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে মেরিন জাহানের মৃত্যু হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, নগরীর কালুরঘাট থেকে আসার পথে ২ নং বাসের হেলপার সাকিব চান্দগাঁও থানার পেপসির মোড় এলাকায় পা পিছলে পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানব জমিন। জনকণ্ঠ

Exit mobile version