Site icon অবিশ্বাস

চবি ছাত্রীকে যৌন হয়রানির দায়ে মাদ্রাসা শিক্ষকের কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বাসে যৌন হয়রানির দায়ে এক মাদ্রাসা শিক্ষককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন এই সাজা দেন। শিক্ষকের নাম জামাল উদ্দিন (৩৮)।

ইউএনও রুহুল আমিন জানান,বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিক্ষক চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার বাইতুল ইমান মাদ্রাসার শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রী  বলেন, ‘‘ক্যাম্পাস থেকে শহরে যেতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে একটি বাসে আমরা কয়েকজন উঠি। ওই ব্যক্তি আমাদের পেছনের সিটে বসা ছিলেন। এরপর তিনি বেশ কয়েকবার সিটের নিচ দিয়ে আমার গায়ে স্পর্শ করেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন ‘মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি।’ এরপর বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে নামিয়ে পুলিশে তুলে দেন।’’

প্রসঙ্গত, এর আগে ৮ ডিসেম্বর একই এলাকায় চবির এক ছাত্রী বাসে যৌন হয়রানির শিকার হন। পরে মানিক মিয়া (৩২) নামের একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলা ট্রিবিউন

Exit mobile version