Site icon অবিশ্বাস

চরফ্যাশনে নির্বাচনের পর ১৭ মহিলার শালীনতাহানি

ভোলার চরফ্যাশনে নারী নির্যাতনের সাথে জড়িতরা বহাল তবিয়তেই রয়েছে। একটা রাজনৈতিক দলের আশ্রয়ে থাকায় পুলিশ তাদের ধরার সাহস পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের পর এ পর্যন্ত ঐ থানায় ১৭ জন মহিলার ইজ্জত হরণ করা হয়েছে। মনপুরায় নির্যাতিত হয়েছে ১ জন। চরফ্যাশনে নির্যাতিতদের মধ্যে ২ মহিলা মারা গেছে। থানায় মামলা হয়েছে মাত্র ৪টি। অন্য নির্যাতিতরা মামলা করার সাহস পায়নি। যারা মামলা করেছে তারা রয়েছে চাপের মুখে। মামলা প্রত্যাহারের জন্য তাদের উপর জুলুম করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যারা মামলা প্রত্যাহারে রাজী নয় তাদের পরিবারের সদস্যদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন মামলায় ফাঁসানো হচ্ছে। নির্বাচনের পর সংখ্যালঘুদের বাড়িতে বিএনপি নামধারী সন্ত্রাসীরা হামলা করে নারী নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে চাঁদার দাবীতে চরফ্যাশন বাজারে খুন হয় ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদিরাম। বড় ধরনের এ সকল অপরাধের আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় কেউ পুলিশের দ্বারা হতে সাহস পাচ্ছে না।

দৈনিক ইত্তেফাক, ১৬ জানুয়ারি ২০০২

Exit mobile version