Site icon অবিশ্বাস

চাঁদপুরের কচুয়ায় স্ত্রীকে তালাকের পর শ্যালিকাকে ধর্ষণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্ত্রীকে তালাক দেয়ার পর শ্যালিকাকে ধর্ষণ করার অভিযোগে এক ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মফিজুল ইসলাম (৩৮) নামের ওই ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

সাচার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতার মফিজুল ইসলাম সম্প্রতি তার স্ত্রীকে তালাক দেন এবং তার শ্যালিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

পুলিশ আরও জানায়, মফিজুল তাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে তার সাবেক স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে গত ৩ ফেব্রয়ারি মফিজুলকে গ্রেফতার করা হয়।

ঢাকা ট্রিবিউন

Exit mobile version