Site icon অবিশ্বাস

চাঁদপুরের ফরিদগঞ্জে চাচিকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে চাচিকে ধর্ষণ করে চাচার কাছে অর্থ দাবির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার এক যুবককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাঁটালী গ্রামের শফিকুর রহমানের ছেলে অভিযুক্ত রিয়াদ হোসেনের (২৫) জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাকিব জানান, ভুক্তভোগী ওই নারী সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

এরপর মঙ্গলবার অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানান তিনি।

মামলা সূত্রে জানা যায়, রিয়াদ তার চাচিকে ধর্ষণ করে এবং ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেগুলো ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছে পাঠিয়ে হয়রানি ও অর্থ দাবি করে।

ইউএনবি

Exit mobile version