সন্ত্রাসীরা ১ ব্যক্তিকে ধরে নিয়ে চাঁদার দাবিতে মারধর করার পর সবর্ণের চেইন, হাতঘড়ি ও নগদ ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে মামলা না করার জন্য তার কাছ থেকে স্ট্যাম্পে সবাক্ষর নিয়েছে। গত ২৪ এপ্রিল পটিয়ার মোজাফফরাবাদে এঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় বিএনপির মদদপুষ্ট ৬-৭ জন সন্ত্রাসী ব্যবসায়ী রূপায়ন বিশ্বাসের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অসবীকার করলে রূপায়ন বিশ্বাসের সঙ্গে সন্ত্রাসীদের হাতাহাতি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ফিরে গিয়ে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় ফিরে এসে রূপায়ন বিশ্বাসকে লোহার রড ও অন্যান্য ভারী অস্ত্র দিয়ে মারধর করে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীরা তাকে পার্শ্ববর্তী রশিকাবাদ ইউনিয়নের একটি বাড়িতে আটকে রেখে সবর্ণের চেইন, হাতঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মামলা না করার জন্য স্ট্যাম্পে সবাক্ষর নিয়ে ছেড়ে দেয়। পুলিশ খবর পেয়ে ঐ স্থানে এসে পথ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে মামলা করার পরামর্শ দেয়। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে আহত রূপায়ন বিশ্বাস মামলা করতে পারেনি। মারাত্মক আহত অবস্থায় রূপায়ন বিশ্বাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আহতের পরিবারের সূত্র এ ঘটনার জন্য সন্ত্রাসী দিদারুল আলম ও খোরশেদ আলমের ক্যাডারদের দায়ী করেছে।
ভোরের কাগজ, ১ মে ২০০২