Site icon অবিশ্বাস

চাঁদা না দিলে সংখ্যালঘু পরিবারের মেয়েকে অপহরণের হুমকি ॥ সন্ত্রাসী গ্রেফতার

৫ হাজার টাকা চাঁদা না দিলে সংখ্যালঘু পরিবারের বিবাহযোগ্য মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সন্তস্ত্র গৃহকর্তী ১হাজার টাকা ধার করে সন্ত্রাসীদের দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করে। বাকী টাকা আনতে গেলে এলাকাবাসী হাতেনাতে এক সন্ত্রাসীকে ধরে পুলিশে সোপর্দ করে। ঘটনাটি ঘটেছে শহরের নিতাইগঞ্জ এলাকায় রবিবার রাতে। এদিকে পুলিশ বন্দর থানার আলীনগর থেকে রিভলবার সহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। অন্যদিকে ফতুল্লায় ব্যবসায়ী অপহরণের হোতা বাদলকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা ২৬৫ বঙ্গবন্ধু রোড, নিতাইগঞ্জের বাসিন্দা সঞ্জীবন সাহার বাসায় গিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তার বিবাহযোগ্য কন্যাকে অপহরণের হুমকি দেয়। এ সময় গৃহকর্তা বাসায় ছিলেন না। সন্ত্রস্ত্র গৃহকর্তী প্রতিবেশীর কাছ থেকে এক হাজার টাকা ধার নিয়ে সন্ত্রাসীদের দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। রবিবার রাতে সন্ত্রাসীরা বাকি ৪ হাজার টাকা আনতে ঐ বাসায় যায়। এলাকাবাসী সন্ত্রাসী নূর হোসেনকে (২৮) হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত নূর হোসেন শহরের ১২৪ পাইকপাড়ার বাসিন্দা শামসুল হকের ছেলে। নারায়ণগঞ্জ থানায় মামলা হয়েছে।

দৈনিক জনকন্ঠ, ২৫ ডিসেম্বর ২০০১

Exit mobile version