Site icon অবিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিশোরী ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, আটক ৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে চার যুবককে আটক করেছে র‌্যাব। রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাঠিয়ারপাড়ার মো. নিশান আলী, মো. জহুরুল ইসলাম জনি, মোহা. শামীম রেজা ও মো. হিমেল।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জানায়, কয়েক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই কিশোরীকে ধর্ষণ করেন নিশান আলী। আর ধর্ষণের ভিডিও করেন তার বাকি তিন বন্ধু। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের হুমকি দিয়ে চারজন মিলে অনেকবার ধর্ষণ করেন কিশোরীটিকে। পাশাপাশি নগদ অর্থও আদায় করেন তারা। একপর্যায়ে টের পেয়ে ওই কিশোরীর পরিবার র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাতে র্যামবের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও পেনড্রাইভ জব্দ করা হয়।

আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা ২৪

Exit mobile version