Site icon অবিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে ‘আমের লোভ দেখিয়ে ধর্ষণ’, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আম দেওয়ার লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক পুলিশে দিয়েছে স্থানীয়রা।

 

জেলার সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, উপজেলার বারোঘরিয়া এলাকায় ১০ জুন সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক সেলিম রেজা (৪৫) চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকার আব্দুল গোফুরের ছেলে। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, আম দেওয়ার প্রলোভন দেখিয়ে সেলিম মেয়েটিকে ধর্ষণ করে। “এ সময় মেয়েটি চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে এবং সেলিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিডি নিউজ

Exit mobile version