Site icon অবিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশি নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

পুলিশের নির্যাতনে সানাউলের মৃত্যু হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

স্বজনরা জানায়, ২৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে ডিম কিনতে বাড়ির বাইরে যান সানাউল হক। পথে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। মারধরের এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সানাউল বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মারা যান তিনি।

এরপর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের দাবি, নিহত সানাউল একজন মাদক ব্যবসায়ী।

চ্যানেল টোয়ান্টিফোর

Exit mobile version