Site icon অবিশ্বাস

চিরিরবন্দরে ঈমামের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দরে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি গত ২২ জুন মঙ্গলবার ইসবপুর ইউনিয়নের দগরবাড়ি গ্রামের ডাঙ্গাপাড়ায় ঘটেছে। গত ২৩ জুন বুধবার ওই শিশুটির মাহোসনে আরা সেবিকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

 

এ ঘটনার আসামীকে পুলিশ এখনও আটক করতে পারেনি। ঈমাম ফয়সল আহমেদ শুভ উপজেলার দগরবাড়ি গ্রামের ডাঙ্গাপাড়ার বাবু ইসলামের ছেলে। সে দগরবাড়ি জামে মসজিদের ঈমাম।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ জুন সকাল সাড়ে ৮টার দিকে ফয়সল আহমেদ শুভ ওই শিশুটি ফুসলিয়ে মসজিদে তার থাকার কক্ষে নিয়ে যায়। ওই কক্ষে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নগ্ন করে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির মা হোসনে আরা সেবিকা জানান, ধর্ষণ চেষ্টার শিকার হওয়ার পর থেকে তার মেয়ে সোজা হয়ে দাঁড়াতে পারছে না। পরে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা ধীরে ধীরে উন্নতি হলেও সে ওই ভয় কাটিয়ে উঠতে পারেনি। তিনি আরো অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও অপরাধীকে ধরতে পারেনি। অপরাধীর পরিবারের পক্ষ থেকে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দেয়া হচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইমদাদুর রহমান জানান, অপরাধী পলাতক থাকায় দ্রুত গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, আসামীকে গ্রেফতার করার জন্য একাধিক বার গিয়েও আসামীকে পাওয়া যায়নি।

এবি নিউজ

Exit mobile version