Site icon অবিশ্বাস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রেমের সম্পর্ক গড়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রেমের সম্পর্ক গড়ে ক্লিনিকের এক কর্মীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এনামুল হক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ এপ্রিল শুক্রবার রাতে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এনামুলকে ২৪ এপ্রিল শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার এনামুলের বাড়ি আলমডাঙ্গায়। তিনি পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি। ধর্ষণের শিকার নারীর বাড়ি একই উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কয়েক মাস আগে মুঠোফোনে কলের সূত্র ধরে এনামুলের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১১ এপ্রিল এনামুল ওই নারীকে আলমডাঙ্গা শহরের একটি বাড়িতে যেতে বলেন। সেখানে তিনি ধর্ষণের শিকার হন। পরে ওই নারী মামলা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, গ্রেপ্তার এনামুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রথম আলো

Exit mobile version