Site icon অবিশ্বাস

চুয়াডাঙ্গায় ‘মসজিদ’ নিয়ে ফেসবুকে কথিত কটূক্তি, গ্রেফতার ১

‘যেখানে সেখানে মসজিদ না তৈরি করে কিছু খেলাধুলা করার মাঠ বানালে শিশু কিশোরদের সুস্থ মানসিক বিকাশ ঘটত। এত মসজিদ দিয়েও সমাজের মানবিক বিপর্যয় রোধ করা যাচ্ছে না। কারণ, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, খেলার মাঠ এবং সাংস্কৃতিক ক্লাব-এই সবকিছুর প্রয়োজন আছে এই সমাজে। কিন্তু শুধু মসজিদ বানানোর কারণে সমাজটা এত বিষাক্ত।’ 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন মত প্রকাশের জন্যে  চুয়াডাঙ্গায় মানিক খান (২৬) নামে এক যুবককে হয়রানিমূলক গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরিশনগর বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

 

এর আগে তাঁর প্রকাশিত পোস্টের  স্ক্রিনশট নিয়ে উগ্রপন্থী একটি গোষ্ঠী বিভিন্ন গ্রুপ ও নিজস্ব ওয়ালে শেয়ার করে তাঁর বিরুদ্ধে স্থানীয় ধর্মান্ধ মুসলমানদের উত্তেজনা সৃষ্টির প্রয়াস চালায়। তৌহীদি জনতার ব্যানারে স্থানীয় উগ্রপন্থীরা তাঁকে শারিরীকভাবে আক্রমণ করার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে। উগ্রপন্থীর চাপের মুখে এক পর্যায়ে মানিককে হয়রানিমূলক গ্রেফতার করে পুলিশ।

দর্শনা থানার ওসি মাহাবুর রহমান জানান, ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সময় নিউজ টিভি

 

Exit mobile version