Site icon অবিশ্বাস

চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণঃ নিহত ১, আহত ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় উগ্রপন্থী মুসলমানদের হামলায় যতন কুমার সাহা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বেগমগঞ্জ) মো. শাহ ইমরানের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

মো. শাহ ইমরান দ্য ডেইলি স্টারকে জানান, ‘দুর্বৃত্তদের হামলায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদারসহ মোট ১৮ জন আহত হয়েছেন।’

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বেগমগঞ্জের কলেজ রোড ও ডিবি রোড এলাকায় মিছিল করেন একদল মানুষ। তারা মিছিল থেকে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনায় ভাঙচুর চালায়।

এই হামলা চলাকালে উগ্রপন্থীদের আক্রমণে নিহত হন হিন্দু সম্প্রদায়ের যতন কুমার সাহা।

সে বিষয়ে জানতে চাইলে দুপুর ৩টার দিকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুন নাহার ডেইলি স্টারকে বলেছিলেন, ‘একদল মানুষ মিছিল বের করে ও ভাঙচুর চালায়।’

দ্য ডেইলি স্টার

Exit mobile version