Site icon অবিশ্বাস

জঙ্গি সংগঠন আল্লাহর দলের হবিগঞ্জ প্রধান গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার বাহুলা এলাকা থেকে মো. শফিকুল ইসলাম রানা (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) দাবি গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য।

সে সংগঠনটির হবিগঞ্জ জেলার দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটিইউর পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সে সময় তার কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ব্যবহৃত মোবাইল ফোন ও সন্ত্রাসবাদ সম্পর্কিত কয়েকটি নথি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, শফিকুল হবিগঞ্জ জেলার প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

এর আগে ২০০৮-১৮ সাল পর্যন্ত সিলেট ও হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক প্রধান ছিল শফিকুল।

তার বিরুদ্ধে শাহপরান থানায় গত ৩০ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছিল।

ওই মামলার পলাতক আসামি শফিকুল। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ভোরের কাগজ

Exit mobile version