Site icon অবিশ্বাস

জবির নিখোঁজ শিক্ষার্থী তিথির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী তিথি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে আবু মুসা রিফাত নামের এক ব্যক্তি মামলাটি করেন।

 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম ইউনিটকে আগামী ১২ ডিসেম্বর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ‘আসামি তিথি সরকার গত ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে নিজের ফেসবুক পেইজ থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি করেছেন।’

অভিযোগে আরও জানানো হয়, ইতোমধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে তিথিকে তার সংগঠন ছাত্র অধিকার পরিষদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে গত ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তিথি সরকারকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়।

বাংলা ট্রিবিউন

 

Exit mobile version