Site icon অবিশ্বাস

জামালপুরের মেলান্দহে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

জামালপুরের মেলান্দহে প্রতিবন্ধী ধর্ষিতা নারী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মুদি দোকানদার হাবিলকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। ২৭ এপ্রিল দিবাগত রাতে ধর্ষিতার মা মালেহা বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

 

জানা গেছে, পশ্চিম ঝাউগড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে হাবিল তার প্রতিবেশী এক প্রতিবন্ধী নারীকে একাধিকবার ধর্ষণ করে। ফলে ওই প্রতিবন্ধী ৪/৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওদিকে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হবার পর মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা তৎপর হয়।

গ্রেফতার অভিযানের প্রধান এসআই আবুল কাশেম জানান, ধর্ষিতা আসামি শনাক্তের পর অভিযুক্ত হাবিলকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ধর্ষিতা জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতেই মামলা দায়ের হয়েছে। আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক

Exit mobile version