Site icon অবিশ্বাস

জেএমবির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ৪

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জমিয়াতুল মুজাহেদীন(জেএমবি)-এর উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সোমবার রাতে রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় দেশি ও বিদেশী পিস্তলসহ বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ রংপুরের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক মোজাম্মেল হক জানান, র‌্যাবের জঙ্গি সেলের বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে রংপুরের তারাগঞ্জে অভিযান চালায়।

এসময় জেএমবির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক মোঃ আব্দুর রহমান বিশ্বাস ওরফে ফুয়াদ ওরফে নিয়াজ (২২), জেএমবি শীষ সদস্য মো: আখিনুর ইসলাম(২৩), লোকমান আলী ওরফে কোরবান(৫৫) এবং মিজানুর রহমানকে (৩৮) গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী রিভলবার, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন ধরণের বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ আব্দুর রহমান বিশ্বাস জেএমবির আধ্যাত্মিক নেতা মাওলানা মোঃ আবুল কাশেম এর পুত্র। তার বাড়ি কুড়িগ্রামের চিলমারীর ভাটিয়ার চর এলাকায় হলেও তারা বসবাস করতো রাজিবপুরের চর সাজাই মন্ডলপাড়া গ্রামে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, জেএমবির আধ্যাত্বিক নেতা মাওলানা মোঃ আবুল কাশেম কাউন্টার টেরোরিজম ইউনিট ২০১৭ সালের মার্চ মাসে মিরপুর ঢাকা থেকে গ্রেফতার হওয়ার পর আব্দুর রহমান বিশ্বাস বেশী সক্রিয় হয়। তখন থেকেই উত্তরাঞ্চলের জেএমবির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে উত্তরাঞ্চলে জেএমবির বিভিন্ন কার্যক্রম ও নাশকতার পরিকল্পনার বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানা গেছে।

তিনি জানান, তারা লোকজনকে ভুল ব্যাখ্যা দিয়ে অর্থ সাহায্য নিতো যা দিয়ে তারা সংগঠন চালানোর কাজ করে থাকে। সংগৃহিত অর্থ দিয়ে তারা অস্ত্রকেনা ছাড়াও নতুন সদস্য সংগ্রহ, সদস্যদের ডাটাবেজ সংরক্ষণ, প্রশিক্ষণ ও অন্যান্য পরিকল্পনা করে আসছিল।

র‌্যাব অধিনায়ক বলেন, শুধু উত্তরবঙ্গেই নয়, সমগ্র দেশেই তাদের নানা ধরণের নাশকতার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বিভিন্ন এনজিও থেকে অর্থ ছিনতাই, ইসলাম বিরোধী প্রচারণার সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা ইত্যাদি। যাতায়াতের জন্য তারা বিভিন্ন এলাকা হতে ছিনতাই করে মোটরসাইকেল সংগ্রহ করে এবং সেগুলো ব্যবহার করে থাকে। জেএমবির সাংগঠনিক গোপন বৈঠকে তারা নিয়মিত অংশগ্রহণ করতো।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান র‌্যাব অধিনায়ক।

সূত্র: ইত্তেফাক

Exit mobile version