Site icon অবিশ্বাস

ঝালকাঠিতে ঘুম ভাঙায় ৮ মাদ্রাসা শিক্ষার্থীকে মারধর, শিক্ষক গ্রেপ্তার

ঝালকাঠির একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের খেলাধূলার শব্দে ঘুম ভেঙে যাওয়ায় আট শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

 

সদরের পোনাবালিয়া গ্রামের কে খান হাফেজী মাদ্রাসায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জেলা সদর থানার ওসি খলিলুর রহমান জানান।

গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ ওই মাদ্রাসার আবাসিক শিক্ষক। তিনি খুলনার খালিশপুরের কারী ইউনুস আলীর ছেলে।
মামলার বরাতে ওসি বলেন, “শনিবার বিকালে মাদ্রাসার ছাত্রদের খেলার শব্দে মোহাম্মদ উল্লাহার ঘুম ভেঙে যায়। এতে তিনি রেগে গিয়ে মাদ্রাসার কক্ষের দরজা আটকে আট শিক্ষার্থীকে মারধর করেন।

“এ সময় শিক্ষার্থীরা কান্নাকাটি করলে সবাইকে কক্ষের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন এবং মারধরের বিষয়টি কাউকে না বলার জন্য তাদের ভয়ভীতি দেখান ওই শিক্ষক।”

পরে সেখান থেকে এক শিক্ষার্থী পালিয়ে গিয়ে ঘটনাটি পোনাবালিয়া বাজারে গিয়ে স্থানীয়দের জানায়। পরে তারা গিয়ে মাদ্রাসা ঘেরাও করে মোহাম্মদ উল্লাহকে আটক এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসা দেয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ওই শিক্ষককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঝালকাঠী থানায় মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ উল্লাহ বলেন, “নিষেধ করার পরও শিক্ষার্থীরা দুষ্টামি করছিল। তাই রাগ করে ৭/৮ জনকে পিটিয়েছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version