Site icon অবিশ্বাস

ঝালকাঠিতে সংখ্যালঘু পারিবারের ঘর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত

ঝালকাঠি শহরের স্টেশন রোডে গত সোমবার বেলা ১২টায় জোরপূর্বক ঘর দখলের ঘটনায় সংখ্যালঘু একটি পরিবারের মা অঞ্জলী রানী সরকার (৪০) ও মেয়ে এসএসপি পরীক্ষার্থী পুতুল রানী সরকার আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুলাল (৪০) ও আনোয়ার (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে এবং একটি বেয়নেট উদ্ধার করেছে। পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, লাবলু তালুকদার তার ভাই দুলালসহ বেশকিছু লোক নিয়ে সুনিল কুমার সরকারের পরিবারকে উচ্ছেদ করে ঘর দখলের জন্য এই হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশ লাইন থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাভলু তালুকদার দাবি করেছে এরা তাদের পুরোনো ভাড়াটিয়া এবং সুনিল কুমার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ১৯৬৫ সাল থেকে এই ঘরে বসবাস করছে। তাদের কাছে জায়গার বায়নাপত্র রয়েছে এবং এ ব্যাপারে তাদের দায়ের করা মামলা খারিজ হয় ও বর্তমানে আপিল মামলা রয়েছে। এ ঘটনার পর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া গত রোববার বেলা ২টার সময় ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় একদল সন্ত্রাসী গরিব দিনমজুর উপেন হাওলাদারের ঘর ভাঙচুর করেছে এবং উপেন হাওলাদারকে ভাত খাওয়া অবস্থায় টেনেহিঁচড়ে এনে মারধর করে।

ভোরের কাগজ, ১৪ মার্চ ২০০২

Exit mobile version