Site icon অবিশ্বাস

ঝালকাঠির নলছিটিতে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ঝালকাঠির নলছিটিতে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করেছে তার প্রতিবেশী দাদা। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক চার ঘটিকার দিকে নলছিটির ষাইটপাকিয়ায় শিশুর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

 

নলছিটি থানায় শিশুর মায়ের দায়ের করা এজাহারে বলা হয়েছে, বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আমার মেয়ে ও আমি একই সাথে গোসল করি এরপর সে বাহিরে খেলতে যায় এবং আমি আমার ঘরে ফিরে আসি। কিছুসময় পর আমার মেয়ে বাসায় আসে তখন তার প্যান্ট ভেজা দেখে তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলাম। সে তখন তার সাথে ঘটে যাওয়া কুরুচিকর কিছু ঘটনার বর্ণনা দেয় এবং বলে দাদা আমাকে উঠান থেকে ডেকে নিয়ে তার বাসার জানালা দরজা বন্ধ করে দিয়েছিল।

এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন উক্ত ঘটনায় শিশুর মা বাদি হয়ে গত বুধবার রাতে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করা হয় এবং রাতেই আসামি মো. শাহিন মীর (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। শাহিন মীর ষাইটপাকিয়া নিবাসী মৃত শাহজাহান মীরের ছেলে।

ইত্তেফাক

Exit mobile version