Site icon অবিশ্বাস

ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলে ক্ষুব্ধ অভিযুক্তের পরিবারের হামলায় দুই নারী আহত হয়েছেন। আহতদের ১৪ জুলাই রবিবার সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দুপুরে অভিযুক্ত নাঈম হাওলাদারকে (১৪) আটক করেছে। জানা যায়, ১১ জুলাই বৃহস্পতিবার সকালে কাঁথা সেলাইয়ের কথা বলে বাসা থেকে ডেকে নেয় প্রতিবেশী নাঈম হাওলাদার। তাদের ঘরে কেউ না থাকায় নাঈম ওই তাঁকে ধর্ষণ করে। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে নাঈম পালিয়ে যায়। নাঈমের পরিবার বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ প্রয়োগ করে। বিষয়টি জানাজানি হওয়ায় শনিবার সকালে তরুণীর নানি নলছিটি থানায় অভিযোগ করেন। পুলিশ বিকেলে ঘটনাস্থলে তদন্ত করতে গেলে প্রতিবেশী দুই নারী সত্যতা স্বীকার করে সাক্ষী দেন। এতে ক্ষুব্ধ হয়ে নাঈমের মা আমেনা বেগম ও ফুফু পিয়ারা বেগম দুই সাক্ষীকে রবিবার সকালে পিটিয়ে আহত করেন।

কালের কণ্ঠ

Exit mobile version