Site icon অবিশ্বাস

ঝালকাঠির রাজাপুরে শিশু ধর্ষণ চেষ্টায় কিশোর গ্রেপ্তার

ফুল দেয়ার কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজাপুরে হাসান নামের (১৪) এক কিশোরকে আটক করে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাজাপুর উপজেলার ১৪ নম্বর নারিকেল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং একই গ্রামের ৬ বছরের এক শিশুকে ফুল দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। বিদ্যালয়ের পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ওই কিশোর। এ সময় শিশুটি পালাতে গিয়ে পাশের জলাশয়ে পড়ে যায়। শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দা খাদিজা বেগম তাকে উদ্ধার করে।

পরে স্থানীয়রা হাসানকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে গেলে নিজের অপরাধ স্বীকার করে সে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার কিশোরকে থানায় সোপর্দ করেন।

গ্রেপ্তার হওয়া হাসান গাজীপুর জেলার কাশিমপুর থানা সদরের মৃত্যু শাহাজ উদ্দিনের ছেলে। রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় শিশুর পিতা মো. সালেক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

অধিকার নিউজ

Exit mobile version