Site icon অবিশ্বাস

ঝিনাইদহের কোটচাঁদপুরে মুহাম্মদকে নিয়ে ফেসবুকে কথিত কটূক্তি, হিন্দু কলেজছাত্র গ্রেফতার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদকে নিয়ে ফেসবুকে কথিত কটূক্তির অভিযোগে আকাশ কুমার দাস নামের এক হিন্দু কলেজছাত্রকে হয়রানিমূলক গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (০৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি কে এম এইচ কলেজ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি উপজেলার বলাবাড়িয়া গ্রামে। এই কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন ওই শিক্ষার্থী।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম বলেন, মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও বাজে মন্তব্য করেছেন আকাশ কুমার দাস। ফেসবুক পোস্ট ও সহপাঠীদের অভিযোগের প্রেক্ষিতে কলেজ চত্বর থেকে আকাশকে গ্রেফতার করা হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জাগো নিউজ

 

Exit mobile version