Site icon অবিশ্বাস

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে হিন্দু কৃষকের ৮০ টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গোপাল শর্মা নামের এক হিন্দু কৃষকের ৮০ টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ৬ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বেলেদাড়ির মাঠে এ ঘটনা ঘটে।

 

তিনি ওই গ্রামের মৃত হারানচন্দ্র শর্মার ছেলে। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

গোপাল শর্মা জানান, তিনি ১৪ শতক জমিতে গত বৈশাখ মাসে ৮০ টি গলাগাছ লাগিয়েছিলেন। কলাগাছগুলো বেশ বড়ও হয়ে উঠেছিল। এতে সার, কিটনাশক ও পরিচর্যাবাবদ তার প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। আর কিছুদিন পরেই গাছে কলা ধরতো। কিন্ত কে বা কারা মঙ্গলবার রাতের আধারে তার সবগুলো কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে। ফলে তিনি অসহায় হয়ে পড়েছেন।

হরিণাকুন্ডু থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে ভুক্তভোগী ওই কুষক থানায় কোন মৌখিক বা লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সমকাল

Exit mobile version