Site icon অবিশ্বাস

টাঙ্গাইলের কালিহাতীতে আবারো কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলের কালিহাতীতে আবারো কালীমন্দিরের ২ টি প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে (৮ মার্চ) উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী সার্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ মার্চ রোববার দুপুরে পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘোনাবাড়ী নাট মন্দিরের পুরোহিত রতিশ কুমার ভট্টাচার্য বলেন, ‘আমরা প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত মন্দিরে কীর্তন করি। কীর্তন শেষে যার যার মতো সবাই বাসায় চলে যাই। পরে রোববার সকালে প্রণাম করতে মন্দিরে এসে দেখি কালি মা এবং ঢাকিনির মাথা নেই।’

ঘোনাবাড়ী কালীমন্দিরের সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, কে বা কারা রাতের অন্ধকারে প্রতিমার মাথা কেটে নিয়ে গেছে।

এ ব্যাপারে কালিহাতী সার্কেলের এএসপি রাসেল মনির বলেন, খবর পেয়ে রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে কারা জড়িতদের শনাক্তের চেষ্টা চলঠে। দ্রুতই এই ঘটনার সাথে যারা জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ দিকে এ ঘটনার পর রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।

এর আগে পর পর দুইদিন গত বছরের ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর রাতে কালিহাতী উপজেলার বাংড়া যুগীবাড়ী মদন মোহন নাথের ঠাকুরদার কালী মন্দিরে এবং সিলিমপুর উত্তর সেন বাড়ীর সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

বাংলাদেশ টুডে

Exit mobile version