Site icon অবিশ্বাস

টাঙ্গাইলের সখীপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে নিপীড়ন, ট্রাক চালক গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে চতুর্থ শ্রেণীর (৯) এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।  ২৩ ডিসেম্বর সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী তালুকদারপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃত আলতাফ হোসেন (৩০) প্রতিমা বংকী তালুকদারপাড়া গ্রামের মকরব আলীর ছেলে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে বাড়ির পাশে ওই স্কুলছাত্রীসহ আরো তিন শিশু সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে খেলছিল। ড্রাইভার আলতাফ সবাইকে নামিয়ে দিয়ে ট্রাকে ওই ছাত্রীকে হেনস্থা করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে তাকেও নামিয়ে দিয়ে ড্রাইভার আলতাফ সটকে পড়ে। পরে মেয়েটি পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর নানী বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সখীপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

বিডি প্রতিদিন

Exit mobile version