Site icon অবিশ্বাস

টাঙ্গাইলে আদিবাসী নারীকে অপহরণের অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে এক আদিবাসী নারীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ৩১ মার্চ তার নিজ বাড়ির পাশ থেকে সৃষ্টি রানী বর্মন (১৫) নামে উক্ত আদিবাসী নারীকে অপহরণ করা হয়।

 

অপহরণের শিকার মেয়েটির পিতা শ্রী রাম চন্দ্র বর্মণ (৫০) অভিযোগ করেন, নিজ গ্রাম হাগুড়াকুরি থেকে পাশের গ্রামের মোঃ হাতেম আলীর (৫৫) ছেলে মো: মান্না আলী (২১) এবং তার দলবল তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।উক্ত আদিবাসী নারীটির গ্রাম টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরগাছায়।

এদিকে গত ১ এপ্রিল বৃহস্পতিবার এ বিষয়ে মধুপুর থানায় অভি্যোগ দায়ের করা হয়। আজ পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করা যায়নি বলে স্থানীয় সূত্রসমূহ নিশ্চিত করেছেন। মেয়েটি বেচেঁ আছে না কি মেরে ফেলা হয়েছে তা নিয়ে এলাকাবাসীর এবং পরিবারের মাঝে আতংক দেখা দিয়েছে বলেও জানা গেছে। এক মাত্র মেয়েটিকে হারিয়ে কান্না থামছে না রামচন্দ্র বর্মনের।

স্থানীয়দের তথ্য মতে অপহরনের ঘটনার মূল হোতা মোঃ মান্না আলী (২১) টাঙ্গাইলের মধুপুর উপজেলার পূর্বপাড়ার সবকছনা গ্রামের আঃ হাতেম আলীর (৫৫) ছেলে।

আইপি নিউজ

Exit mobile version