Site icon অবিশ্বাস

টাঙ্গাইলে সৃষ্টিকর্তাকে নিয়ে ‘আপত্তিকর কথা’ লিখে শিক্ষক বরখাস্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বইয়ে ‘সৃষ্টিকর্তাকে নিয়ে আপত্তিকর কথা লেখায়’ এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সোম রাম জানান, মনির হোসেন নামে এই শিক্ষককে বৃহস্পতিবার বরখাস্ত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি।

প্রধান শিক্ষক বলেন, “Theories and Thoughts” নামের এই বইটি পড়েছি। বইয়ে সৃষ্টিকর্তাকে নিয়ে কয়েকটি আপত্তিকর কথা লেখা হয়েছে। তাই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সঙ্গে মিটিং করে তাকে সামায়িক বরখাস্ত করা হয়েছে।”
এ বিষয়ে নাগরপুর থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, “বইটিতে ধর্মবিরোধী বক্তব্য রয়েছে। অভিযোগ পেলে লেখকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Exit mobile version