Site icon অবিশ্বাস

টেকনাফে ইয়াবা কারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে কক্সবাজারের টেকনাফে দুই দল ইয়াবা কারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
 
এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও ৪ হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (২৮ জানুয়ারি) ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
 
নিহত দুই মাদকবিক্রেতা হলেন- দেলোয়ার হোসেন রুবেল (২০) ও রফিক (৫৫)। রুবেল হোয়াইক্যং মরিচ্যাঘোনা মিনাবাজার এলাকার ফরিদ আলম আর রফিক ঝিমংখালী এলাকার মৃত সফর মিয়ার ছেলে।
 
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দুই দল ইয়াবা কারবারীদের ‘বন্দুকযুদ্ধে’র খবর পেয়ে স্থানীয়রা থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দু’টি মরদেহ পড়ে আছে। এ সময় আশ-পাশে তল্লাশি চালালে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও চার হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
 
ওসির ধারণা, ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে তাদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন মারা যায়। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
 
ওসি আরও বলেন, নিহত দু্ইজনের নামে থানায় মাদকদ্রব্য অস্ত্র আইনে চারটি করে মামলা রয়েছে।
সূত্রঃ বাংলানিউজ
Exit mobile version