Site icon অবিশ্বাস

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ হাজার পিস ইয়াবা, তিনটি দেশে তৈরি এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আব্দুল শুক্কুর, মংচিং প্রো ও জুুুয়েল বড়ুয়া।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকত এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ হানিফ (৩৮)। তিনি হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। নিহত হানিফ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটক মাদক ব্যবসায়ী হানিফকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সদর ইউনিয়নের লম্বরী মেরিন ড্রাইভ সংলগ্ন সৈকত এলাকায় ইয়াবা ও অস্ত্র মজুদ রয়েছে। তাকে নিয়ে উদ্ধার অভিযানে গেলে সেখানে পৌঁছানোর পর তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বন্দুকধারীদের গুলিতে কনস্টেবল আব্দুল শুক্কুর, মংচিং প্রো ও জুুুয়েল বড়ুয়া আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ী ও আহত পুুুুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি দেশে তৈরি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত হানিফের বিরুদ্ধে হত্যা, ইয়াবা ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ভোরের কাগজ

Exit mobile version