Site icon অবিশ্বাস

টেকনাফে ধর্ষণ চেষ্টা মামলায় শিক্ষক আটক

কক্সবাজারের টেকনাফে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের এক স্কুল শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

২৩ নভেম্বর শনিবার রাতে পুলিশ টেকনাফ মডেল থানার উপপুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান অভিযান চালিয়ে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্যারা শিক্ষক ও সাবরাং দক্ষিণ নয়াপাড়ার জহির আহমদের ছেলে সিফাতকে আটক করেও

পুলিশ জানায়, সিফাত দীর্ঘদিন ধরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে প্যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। স্কুলে শিক্ষকতার পাশাপাশি সিফাত বিভিন্ন বাসা-বাড়িতেও ছাত্র-ছাত্রীদের পড়ান। সম্প্রতি এক ছাত্রীর বাবা উক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় ছাত্রীর এক বান্ধবী এবং বান্ধবীর মাকেও আসামি করা হয়েছে।মামলার এজাহারের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করলেও অবশিষ্টরা পলাতক রয়েছেন। সিফাত সদ্য বিবাহিত ।

টেকনাফ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামান জানান, ছাত্রীর বাবার মামলার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক

Exit mobile version