Site icon অবিশ্বাস

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাইসহ ৩ ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।

 

৬ মে বুধবার ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত টেকনাফের রঙিখালী গহীন পাহাড়ে ডাকাত আটক অভিযানকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল হতে ১৮টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২শ রাউন্ড গুলি ও ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধরাত ভোরে রঙ্গিখালীর গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযানে যায় পুলিশ।

ডাকাত দলের আস্তানা ঘেরাও করে ফেললে তারা পুলিশের উপর গুলিবর্ষণ করতে থাকে। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়।

পুলিশও পাল্টা গুলিবর্ষণ করতে পুলিশ-ডাকাত দলের গোলাগুলিতে ঘটনাস্থলে নিহত হয় ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং আব্দুল মোনাফ।

এ সময় ডাকাত গ্রুপের আস্তানা থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি জানান, নিহতরা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্যেদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

দেশ রূপান্তর

Exit mobile version