Site icon অবিশ্বাস

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি বিভিন্ন মামলার পলাতক আসামি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ফিশারিজ ঘাটের উত্তর পাশের ঝাউবন এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বন্দুকযুদ্ধের ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রথম আলো

Exit mobile version