Site icon অবিশ্বাস

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী’ নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত মাদক পাচারকারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১০ জুন) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

সোমবার দুপুর ১২টার দিকে টেকনাফের ২ বিজিবি ব্যাটলিয়ান সদর দফতরের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি) বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত হওয়ার বিষয়টি জানান। এ সময় মেজর রুবাইয়াৎ কবীরও উপস্থিত ছিলেন।

লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘সোমবার ভোর রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির নায়েক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল জাদিমুড়া নাফ নদী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি কাঠের নৌকা জাদিমুড়া মন্দির থেকে নাফ নদী দিয়ে দেশে ঢোকার সময় ইয়াবা পাচারকারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক মাদক পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলির খোসা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘চলতি মাসের ১০ দিনে সীমান্ত থেকে ১৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এতেই প্রমাণ হয় মিয়ানমার থেকে এখনও ইয়াবা আসা বন্ধ হয়নি। যারা মিয়ানমার থেকে ইয়াবা আসা বন্ধ হয়েছে বলে প্রচারণা চালাচ্ছেন, এটি একদম মিথ্যা। কীভাবে ইয়াবা আসা বন্ধ করা যায়, বিজিবি সেই সমাধান খুঁজছে। এছাড়াও বিজিবি জীবন বাজি রেখে সীমান্তে ইয়াবাবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।’

বাংলা ট্রিবিউন

Exit mobile version