Site icon অবিশ্বাস

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত

টেকনাফ জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এক রোহিঙ্গা ‘ডাকাত’ নিহতের খবর পাওয়া গেছে। নিহত ইলিয়াছ (৪০) টেকনাফ-২৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা।

 

এ সময় ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান ও চারটি তাজা কার্তুজ উদ্ধারের দাবি করেছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা শাহেদ মাহতাবের ভাষ্যমতে,  মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে র‌্যাবের একটি দল জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের সাথে ডাকাতদের গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হন।

তিনি দাবি করেন, ‘এ ঘটনায় ডাকাত ইলিয়াছ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

ইউএনবি

Exit mobile version