Site icon অবিশ্বাস

ঠাকুরগাঁওয়ের হরিপুরে দুই শিশু ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় এক মাসে দুই শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারগুলো হরিপুর থানায় মামলা করলেও এখন পর্যন্ত একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অন্যদিকে আসামীদের হুমকির কারণে ভীতিকর পরিস্থিতি নিয়ে দিন পার করছে বাদী ও তাদের স্বজনরা। তবে পুলিশ বলছে আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। আসামীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া বেলডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আফাজউদ্দীন একই গ্রামের ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওইদিনই থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

৮ জানুয়ারি বুধবার হরিপুর উপজেলার কিসমত ভূষা গ্রামের তামসু মোহাম্মদ এর ছেলে মিঠুন একই গ্রামের এক শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হরিপুর থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করেন।

মামলার বাদীরা জানান, মামলা তুলে নিতে বিভিন্ন মহল বিভিন্নভাবে চাপ প্রয়োগসহ হুমকি দিচ্ছে। অন্যদিকে আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত গ্রেফতারের দাবিসহ ধর্ষকদের কঠিন শাস্তি চেয়েছেন ভুক্তিভোগীদের পরিবার।

হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুলজ্জামান বলেন, ধর্ষণের পৃথক দুটো মামলা পেয়েছি। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আসামীদের গ্রেফতার করতে। তবে আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করতে সময় লাগছে।

একুশে টিভি

Exit mobile version