Site icon অবিশ্বাস

ঠাকুরগাঁওয়ে প্রশাসনের সমালোচনা করে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

লকডাউনের মধ্যেও ঢাকা-নারায়ণগঞ্জ থেকে আসা শ্রমিকদের ঠাকুরগাঁওয়ে প্রবেশ অব্যাহত থাকায় ডিসি-এসপিসহ জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আল মামুন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়েছে।

 

বুধবার (১৫ এপ্রিল) রাতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার এসআই মো. জহুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান। তিনি বলেন, তদন্ত চলছে, আসামিকে গ্রেফতার করা হবে।
এসআই মো. জহুরুল ইসলাম মামলার এজহারে উল্লেখ করেন, ‘আল মামুন ফেসবুক স্ট্যাটাসে প্রশাসনকে হেয় করেছে এবং কটাক্ষ করেছে। প্রশাসনের মানহানি করা হয়েছে, যার ফলে সমাজে ঘৃণা-বিদ্বেষ ছড়াতে পারে। আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।’


এ বিষয়ে সাংবাদিক আল মামুন বলেন, ‘লকডাউনের মধ্যেও ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গাড়িতে করে মানুষ ঠাকুরগাঁওয়ে ঢুকছে। নারায়ণগঞ্জ থেকে এভাবে শ্রমিকদের ফেরা না ঠেকাতে পেরেই ঠাকুরগাঁওয়ে প্রথম ৩ জন করোনা রোগী ধরা পড়ে। স্বাস্থ্যবিভাগ ও প্রশাসন থেকেই স্বীকার করা হয় যে এরা সবাই নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক। এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেই আমি স্ট্যাটাস দেই। সত্য কথা বলতে গিয়ে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, যা কাম্য নয়।’ আল মামুন ‘দৈনিক অধিকার’ নামে একটি পত্রিকায় ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিকের বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করে মামলা তুলে নেওয়ার অনুরোধ করেছেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি নুরল ইসলাম।

সম্প্রতি বালিয়াডাঙ্গীতে ৮৮৯ বস্তা ওএমএস’র চাল উদ্ধার নিয়ে সরেজমিনে রিপোর্ট করেছিলেন মামুন। সে জন্যও তিনি রোষানলে পড়তে পারেন বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।

বাংলা ট্রিবিউন

 

Exit mobile version