Site icon অবিশ্বাস

ঠাকুরগাঁয়ে ন্যাপ নেতার বাড়িতে হামলা ঃ স্ত্রী ও পুত্র গুরুতর আহত

বুধবার রাতে হেলমেট পরিহিত একদল সশস্ত্র ক্যাডার ঠাকুরগাঁও শহরের হলপাড়া ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নেতা বিশ্ববন্ধু সরকারের (সোনা সরকার) বাড়িতে প্রবেশ করে তার ছেলে বিএ পরীক্ষার্থী সুব্রত সরকার বুচুকে (২০) উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তার চিৎকারে মা শুক্লা সরকার ছেলেকে রক্ষা করতে গেলে অস্ত্রধারীরা তার বুকে-পিঠে ছুরিকাঘাত করে। সুব্রত নিচ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা বিনাবাধায় চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় সুব্রত ও তার মাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুব্রতর অবস্থার অবনতি ঘটতে থাকলে গভীর রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন। এদিকে এ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কমিউনিস্ট পার্টি, ন্যাপ, বাসদ, গণতান্ত্রিক পার্টি ও ঠাকুরগাঁও প্রেসক্লাব।

যুগান্তর, ১৮ জানুয়ারি ২০০২

Exit mobile version