Site icon অবিশ্বাস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ইমন কারাগারে

নারী সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রামপুরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

২৭ অক্টোবর বুধবার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, সাংবাদিক ইমন তার সহকর্মীর ব্যক্তিগত কিছু তথ্য গণমাধ্যমের কালোবিড়াল নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন। এছাড়াও একই বার্তা ও পেজ লিঙ্ক শতাধিক সহকর্মীকে ইনবক্সে পাঠিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

কালের কণ্ঠ

Exit mobile version