Site icon অবিশ্বাস

ডিজিটাল নিরাপত্তা আইনে ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার রাজধানীর বনানী থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জামশেদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব সদস্যরা বুধবার সন্ধ্যায় মিনহাজসহ একই মামলার দিদারুল ভূঁইয়া নামে অপর একজনকে পুলিশে সোপর্দ করেছেন।

র‌্যাবের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক গত ৫ এপ্রিল রমনা থানায় মিনহাজসহ এগারো জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে ‘রাষ্ট্রচিন্তা সংগঠনের’ সদস্য দিদারুল ভূইয়া, ব্লগার আসিফ মাহমুদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও মোস্তাক আহমেদ রয়েছেন। এ পর্যন্ত মিনহাজসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তথ্য অনুসারে, আসামিরা একটি ফেসবুক পেজে ‘আমি বাংলাদেশি’ নামে সরকারের বিরুদ্ধে মিথ্যা ও গুজব তথ্য পোস্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সুইডেন প্রবাসী তাসনিম খলিল ফেসবুক পেজের অ্যাডমিন, যার ২ হাজার ৫০০ ফলোয়ার রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জামশেদুল আলম জানান, ৭ মে বৃহস্পতিবার সকালে পুলিশ মিনহাজের বিরুদ্ধে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেছেন।

ইউএনবি

Exit mobile version