Site icon অবিশ্বাস

ডিবি পরিচয়ে মুশতাকের মৃত্যুর প্রতিবাদকারী ২ জনকে তুলে নেওয়ার অভিযোগ

খুলনা নগরীর গোয়ালখালী এলাকা থেকে বাম সংগঠন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ২৭ ফেব্রুয়ারি শনিবার সকালে সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য নিয়াজ মুর্শিদ দোলন দ্য ডেইলি স্টারকে বলেন, খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রুহুল আমিনকে আটক করেছে।

 

তিনি আরও বলেন, ‘রাতে পুলিশ এবং ডিবি যৌথভাবে অভিযান চালায়। আমি এবং রুহুল আমিন একইসঙ্গে ছিলাম। আমাকেও আটক করা হয়েছিল। রাত ১২টা ১০ মিনিটের দিকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আমরা ডিবি কার্যালয়ে আছি। আজ রাতের মধ্যে রুহুল আমিনকে মুক্তি দেওয়া না হলে আগামীকাল থেকে কঠোর কর্মসূচির ডাকা দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা কেউকে আটক করিনি। ডিবিতে খোঁজ নিয়ে দেখুন।’

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার বিএম নুরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে মিডিয়া শাখা থেকে বিস্তারিত জানানো হবে।’

গত রাতে ফেসবুক লাইভে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিলেন বাম সংগঠন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিন। এ ছাড়া, সংগঠনটি আজ জাতীয় সংসদ ভবনের অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন রুহুল আমিন।

দ্য ডেইলি স্টার

Exit mobile version