Site icon অবিশ্বাস

ডেমরায় শিশুছাত্রকে একাধিবার ধর্ষণ, হাফেজী শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় ১১ বছরের এক শিশুকে একাধিবার ধর্ষণের দায়ে এক হাফেজী শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৮ জুলাই) বেলা ১১ টায় তাকে আদালতে পাঠানো হয়।

বুধবার (৭ জুলাই) রাতে ডেমরার ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন গার্ডেন রোড এলাকা থেকে মোঃ সুলতান ওরফে রমজান (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বুধবার রাতে ডেমরায় রমজানের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই সন্তোষ বালা বলেন, মসজিদে নামাজ পড়তে যাওয়া আসার সময় গত ১ বছর আগে হাফেজী শিক্ষক রমজানের সঙ্গে পরিচয় হয় ওই শিশুর। এক পর্যায়ে রমজান নানা ধরনের প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করতেন।

এ বিষয়ে কাউকে না বলার জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতেন রমজান। এক পর্যায়ে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করে ভুক্তভোগী।

এসআই সন্তোষ বালা জানিয়েছেন, এ পর্যন্ত রমজান ভুক্তভোগীকে ১১ বার ধর্ষণ করেছে।

একাত্তর টিভি

Exit mobile version