Site icon অবিশ্বাস

ঢাকার কামরাঙ্গীরচরে কিশোরীকে ‘দলবেঁধে’ ধর্ষণ

ঢাকার কামরাঙ্গীরচরে ১৩ বছরের এক কিশোরীকে পাঁচ কিশোর ‘দলবেঁধে’ ধর্ষণ করেছে বলে পুলিশ জানিয়েছে।৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতের এ ঘটনায় চার কিশোরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কামরাঙ্গীচর থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

 

তিনি বলেন, চারজনকে ধর্ষণের অভিযোগে এবং ধর্ষণে সহযোগিতার অভিযোগে মেয়েটির সমবয়সী এক বান্ধবীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনা সম্পর্কে তিনি বলেন, “মেয়েটিকে তার ওই বান্ধবী রসুলপুরের বাসার কাছে একটি নির্মাণাধীন ভবনের সামনে ডেকে নিয়ে যাওয়ার সাথে সাথে আগেই সেখানে থাকা পাঁচ কিশোর তাকে ধরে দোতালায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।”

মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ওই বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

মেয়েটির মা ১০ জানুয়ারি শুক্রবার দুপুরে কামরাঙ্গীরচর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরে রাতে শিশুটির বান্ধবীসহ চার কিশোরকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি বলেন, হাসান, সিফাত, সবুজ ও রনি নামে গ্রেপ্তার চারজনের সবার বয়স ১৮ বছর। এরা সবাই বস্তিবাসী।

বিডি নিউজ

Exit mobile version