Site icon অবিশ্বাস

ঢাকার মোহাম্মাদপুরে জেএমবির তিন সক্রিয় সদস্য গ্রেফতার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মাদপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮।

 

গ্রেফতারকৃতরা হলেন-মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়িয়া থানার মো. আলী মিয়ার ছেলে মো. শাহীন আলম (২৮), আব্দুর রউফ গাজীর ছেলে মো. মনির হোসেন (৩৮) ও ঢাকার মোহাম্মাদপুরের আসাদ এভিনিউ এলাকার সৈয়দ আছিফ ইকবালের ছেলে সৈয়দ নাভিদ ইকবাল (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেএমবি’র সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় বরিশাল র‌্যাব-৮ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে । তারা দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করতো।

বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে তাদের সংশ্লিষ্ট ছিলো। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।

এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায় । তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

বার্তা২৪.কম

Exit mobile version