Site icon অবিশ্বাস

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় অনলাইন এক্টিভিস্ট ইমতিয়াজ মাহমুদ গ্রেফতার

মুক্তমনা লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে দায়ের করা কালো তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বুধবার (১৫ মে) সকাল ১০টায় বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ‘আমাদের কাছে তার নামে একটি ওয়ারেন্ট এসেছিল। আমরা শুধু ওয়ারেন্ট তামিল করে দিয়েছি।’

২০১৭ সালের ১৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত ‘সাম্প্রদায়িক উসকানি’ দেওয়ার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ইমতিয়াজ মাহমুদের নামে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায় একটি মামলা দায়ের করেন।

ইমতিয়াজ মাহমুদের বড় ভাই পারভেজ মাহমুদ এবং তার একজন আইনজীবী বলেন, ‘তাকে (ইমতিয়াজ) কেন গ্রেফতার করা হয়েছে আমরা এখনও জানি না। আমরা কোর্টে আছি, কাগজপত্র হাতে পেলে বিস্তারিত বলতে পারবো।’

বাংলা ট্রিবিউন

Exit mobile version