Site icon অবিশ্বাস

তেজগাঁওয়ে সাংবাদিকের বাসায় হামলার অভিযোগ

রাজধানীর তেজগাঁওয়ে এক সাংবাদিকের বাসায় কয়েকজন সন্ত্রাসীর হামলার অভিযোগ পাওয়া গেছে। দি এশিয়ান এজ-এর অনলাইন সাংবাদিক জামিল হোসেন বাদী হয়ে এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৭৭২) দায়ের করেছেন।

 

জিডির অভিযোগে বলা হয়েছে, জামিল হোসেন তেজগাঁওয়ের ৫৪ নম্বর তেজকুনি পাড়ার হোন্ডাগলির বাসায় বেশ কয়েক বছর ধরে বসবাস করেন। রবিবার (১৪ মার্চ) দুপুরে তিনি ও তার সহকর্মী শহীদুল ইসলাম ফয়েজ, মুসা ইসলাম, সোহেল হোসেন, হেলাল, নাঈম, নাদিম সরকার বাসায় অবস্থান করছিলেন। এসময় রাকিব (৩৬) এর নেতৃত্বে পলক, রাজীবসহ একদল অজ্ঞাত যুবক তার বাসায় ঢুকে মারধর ও ভাঙচুর করে। একই সঙ্গে তারা সবাইকে হত্যার হুমকিও দেয়।

জিডিতে রাকিব, পলক, রাজীবসহ অজ্ঞাতনামাদের জঙ্গি সংগঠনের চিহ্নিত সদস্য হিসেবে অভিহিত করা হয়েছে।

তবে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, একটা মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি কোনও জঙ্গিদের হামলা নয়।

বাংলা ট্রিবিউন

Exit mobile version